মা এলো রে, মা এলো রে, বরষ পরে

মা এলো রে, মা এলো রে, বরষ পরে আপন ছেলে ঘরে
সাত কোটি ভাই বোন মিলিয়া আজি ডাকি আকুল স্বরে (মাগো আনন্দময়ী)
মা এসেছে! মা এসেছে! আকাশ-পাতাল ‘পরে
আনন্দ তাই ধরে না যে আজকে থরে থরে
শিউলি ফুলের মত আজ আনন্দ গান করে॥
কমল-মুকুল-শাপ্‌লা বনে ভ্রমর শোনায় গীতি –
জাগো জাগো, আজকে মোদের আগমনীর তিথি;
জল-তরঙ্গ বেজে ওঠে নদীর বালুচরে॥
বুকের মাঝে বাঁশি বাজে অঝোর কলরোলে,
দূর-প্রবাসী কাজ ভুলে আয় আপন মায়ের কালে;
আজকে পেলাম মাকে যেন কত যুগের পরে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের অক্টোবর  (আশ্বিন-কার্তিক ১৩৪৩) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৪ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ৩০৭০ সংখ্যক গান। পৃষ্ঠা: ৯৪০।
     
  • রেকর্ড  এইচএমভি [অক্টোবর ১৯৩৬ (আশ্বিন-কার্তিক ১৩৪৩)]। এইচ. টি. ৭৬।শিল্পী ছিলেন বাংলার ছেলেমেয়ে (ধীরেন দাস, সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় ও সুধীরা সেনগুপ্ত)।
  • বেতার : মা এল র [গীতিনকশা]। রচয়িতা: হিমাংশু দত্ত। কলকাতা বেতারকেন্দ্র-ক। চতুর্থ অধিবেশন।  ২৮ সেপ্টেম্বর ১৯৪০ [শনিবার, ১২ আশ্বিন ১৩৪৭] সান্ধ্য অনুষ্ঠান। সময়: ৮-৮.৩৯
    • সূত্র:
      • বেতার জগৎ। ১১শ বর্ষ, ১৮শ সংখ্যা। ১৬ সেপ্টেম্বর ১৯৪০। পৃষ্ঠা: ১০০২
      •  The Indian-listener 1940, Vol V, No 18. page 1429
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
  • সুরকার: নজরুল ইসলাম
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি [সনাতন ধর্ম, শাক্ত, আগমনী]
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর
    • তাল: তালফেরতা [কাহারবা-দাদরা]
    • গ্রহস্বর:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।