কেন আন ফুল-ডোর আজি বিদায়-বেলা (keno ano ful-dor aji biday-bela)

কেন    আন ফুল-ডোর আজি বিদায়-বেলা,
 মোছ    মোছ আঁখি-লোর যদি ভাঙিল মেলা॥
 কেন    মেঘের স্বপন আন মরুর চোখে,
ভু’লে    দিয়ো না কুসুম যারে দিয়েছ হেলা॥
 যবে    শুকাল কানন এলে বিধুর পাখি,
ল’য়ে    কাঁটা-ভরা প্রাণ এ কি নিঠুর খেলা।
 যদি    আকাশ-কুসুম পেলি চকিতে কবি,
  চল    চল মুসাফির, ডাকে পারের ভেলা॥

  • রচনাকাল ও স্থান: ১৯২৮ খ্রিষ্টাব্দের ৪ ডিসেম্বর (মঙ্গলবার, ১৯ অগ্রহয়ণ ১৩৩৫), মুর্শিদাবাদের নিমতিতা'য় গানটি রচিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ২৯ বৎসর ৬ মাস।
     
  • পত্রিকা: সওগাত। মাঘ ১৩৩৫ (জানুয়ারি-ফেব্রুয়ারি ১৯২৯)। সংখ্যায় প্রকাশিত হয়েছিল।
  • গ্রন্থ:
    • বুলবুল
      • দ্বিতীয় সংস্করণ [চৈত্র ১৩৩৫ বঙ্গাব্দ। নতুন সংযোজন ২। ভীমপলশ্রী-কাহারবা]
      • নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। বুলবুল। গান ৪৪। দেশ-গীতাঙ্গী। পৃষ্ঠা: ১৮৩-১৮৪]
    • নজরুল গীতিকা
      • প্রথম সংস্করণ। সেপ্টেম্বর ১৯৩০। ভাদ্র ১৩৩৭। গজল। ২২। ভীমপলশ্রী-আদ্ধা কাওয়ালী। পৃষ্ঠা ৮১]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা জুন ২০১২। নজরুল গীতিকা।  ৬৭। গজল।  ভীমপলশ্রী-আদ্ধা কাওয়ালী।  পৃষ্ঠা: ২১৬]
  • রেকর্ড:
    • এইচএমভি। জানুয়ারি ১৯৩১ (১৭ পৌষ-১৭ মাঘ ১৩৩৭ বঙ্গাব্দ)।  পি ১১৬৮২। শিল্পী ইন্দুবালা
    • এইচএমভি। টুইন। ফেব্রুয়ারি ১৯৩৮ (মাঘ-ফাল্গুন ১৩৪৪)। এফটি ১২২৮৯৮। ইন্দুবালা [শ্রবণ নমুনা]
  • স্বরলিপিকার ও স্বরলিপি: 
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।