মা তোর চরণ-কমল ঘিরে চিত্ত ভ্রমর বেড়ায় ঘুরে

মা তোর চরণ-কমল ঘিরে চিত্ত ভ্রমর বেড়ায় ঘুরে’
(ওমা) সাধ মেটে না দেখে দেখে (যত) দেখি তত নয়ন ঝুরে॥
(ঐ) চরণ-চিহ্ন বক্ষে এঁকে
চরণ-পরাগ ধূলি মেখে,
গ্রহ তারায় লোকে লোকে (তার) নাম গেয়ে যাই সুরে সুরে॥
তোর চরণের ধূলি নিয়ে ললাটে মোর তিলক আঁকি।
ঐ চরণের পানে চেয়ে ধ্রুবতারা হল আঁখি।
তোর চরণের মৃদু যদি
পাই মা আমি নিরবধি
আমি, লক্ষ কোটি জনম নিয়ে বেড়াব ত্রিভুবন জুড়ে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  ১৯৩৮ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি (মাঘ-ফাল্গুন ১৩৪৪) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ৮ মাস।
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ২০৬৩ সংখ্যক গান। পৃষ্ঠা: ৬২১।
  • রেকর্ড: এইচএমভি  [ফেব্রুয়ারি ১৯৩৮ (মাঘ-ফাল্গুন ১৩৪৪)। এন ১৭০৪১। শিল্পী: শৈলেন গাঙ্গুলী। সুর: কমল দাশগুপ্ত]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।