মা মেয়েতে খেল্‌ব পুতুল আয় মা আমার

মা মেয়েতে খেল্‌ব পুতুল আয় মা আমার খেলাঘরে।
আমি মা হয়ে মা শিখিয়ে দেব পুতুল খেলে কেমন করে॥
কাঙাল অবোধ করবি যারে বুকের কাছে রাখিস্‌ তারে (মা)
[নইলে কে তার দুখ ভোলাবে
যারে রত্ন মানিক দিবি না মা, উচিত সে তার মাকে পাবে]
আবার কেউ বা ভীষণ দামাল হবে কেউ থাকবে গৃহ কোণে প’ড়ে॥
মৃত্যু সেথায় থাকবে না মা থাকবে লুকোচুরি খেলা
রাত্রি বেলায় কাঁদিয়ে যাবে আসবে ফিরে সকাল বেলা।
কাঁদিয়ে খোকায়, ভয় দেখিয়ে, ভয় ভোলাবি আদর দিয়ে (মা)
[বেশি তারে কাঁদাস না মা, মা ছেড়ে সে পালিয়ৈ যাবে]
সে খেলে যখন শ্রান্ত হবে ঘুম পাড়াবি বক্ষে ধ’রে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৪৮ বঙ্গাব্দের বৈশাখ (এপ্রিল-মে ১৯৪১) মাসে  ভারতবর্ষ পত্রিকায় গানটি জগৎ ঘটক-কৃত স্বরলিপি-সহ প্রথম প্রকাশিত হয়েছিল। এই  সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর ১১ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট। ফেব্রুয়ারি ২০১২)। ২০৬৫ সংখ্যক গান। পৃষ্ঠা: ৬২২।
  • পত্রিকা:
    • ভারতবর্ষ। [বৈশাখ, ১৩৪৮ বঙ্গাব্দ (এপ্রিল-মে ১৯৪১)। কথা: নজরুল ইসলাম। সুর: নিতাই ঘটক। স্বরলিপি কুমারী বিজলী ধর। শ্যামা-সঙ্গীত-দাদরা। পৃষ্ঠা: ৬০১-৬০৩] [নমুনা]
  • রেকর্ড: কলম্বিয়া [সেপ্টেম্বর ১৯৪৩ খ্রিষ্টাব্দ (ভাদ্র-আশ্বিন ১৩৫০)]। জিই ২৬০৫। শিল্পী: উত্তরা দেবী। সুর নিতাই ঘটক
     
  • সুরকার: নিতাই ঘটক
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি [সনাতন ধর্ম, শাক্ত]
    • তাল: দাদরা
    • গ্রহস্বর:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।