মা ষষ্ঠী গো, তোর গুষ্টীর পায়ে পড়ি (maa shoshti go, tor gushtir paye pori)

মা ষষ্ঠী গো, তোর গুষ্টীর পায়ে পড়ি
আর অস্থির করিস্‌নে মাগো আমায় দয়া করি॥
ষষ্ঠী মা,তোর কৃপার চেয়ে ষষ্ঠী-প্রহার ভালো,
কৃপা যদি করলি মা গো, মেয়েগুলোই কালো!
শিলাবৃষ্টির মতো যে তোর কৃপা পড়ে ঝরে॥
ছাদে বারান্দায় ঘরে ধরে না আর লেপ কাঁথা,
খোরাসসানি গন্ধে মাগো নাড়ি করে ব্যথা।
রাত্রি বেলায় গুনতে-মাথায় খুন যায় যে চড়ি'॥
এই পূর্বজন্মে ছিলেন গিন্নী সগর রাজার রানী,
এই যত বলি আন্নাকালি ততই কি আমদানী
মা গো মা এই কাঁঠাল গাছকে হার মানাল আমার প্রাণেশ্বরী॥
ধনে পুত্রে লক্ষ্মীলাভের ধনটুকু বাদ দিয়ে,
দুনিয়ার সব দিলি এবার আয় গো মা মায়ে ঝিয়ে।
কালো মেয়ের পারের মাশুল দে মা সাদা কড়ি॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দের আষাঢ় (জুলাই ১৯৩২) মাসে প্রকাশিত 'সুর-সাকী' গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ১ মাস।
     
  • গ্রন্থ:
    • সুর-সাকী
      • প্রথম সংস্করণ [আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ। জুলাই ১৯৩২)]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। সুর-সাকী। ৭৯ সংখ্যক গান। বাউল-কার্ফা। পৃষ্ঠা ২৭১-২৭২]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। সংখ্যা ২৪২৪। তাল: কাহারবা। পৃষ্ঠা: ৭৪৮]
       
  • রেকর্ড: এইচএমভি [সেপ্টেম্বর ১৯৩২ (ভাদ্র-আশ্বিন ১৩৩৯)। এন ৭০৩২। শিল্পী: হরিদাস বন্দ্যোপাধ্যায়

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।