মাকে আদর করে কালী বলি সে সত্যি কলো নয়
মাকে আদর করে কালী বলি সে সত্যি কলো নয় রে।
তার ঈষৎ হাসির এক ঝলকে জগৎ আলো হয় রে,
ত্রি-জগৎ আলো হয় রে॥
(কালো নয় কালো নয়, চরণে যার মহাকাল
পায়ের নথে চাঁদের মালা, কালো নয় কালো নয়)
সত্যি কালো নয় রে॥
(আমরা) আপনভোলা পাগলী গিরিবালা
মুণ্ডামালায় মনে করে কুন্দফুলের মালা;
(রয়) মরা-ছেলে বুকের ধ’রে শ্মশানে তন্ময় রে,
রয় শ্মশানে তন্ময় রে।
শ্মশানে সে থাকে ব’লে ভয়ঙ্করী নয় রে!
(ভবের) খেলা-শেষে সকলেরে দেয সে বরাভয় রে॥
(সে) মারে যাকে, মালা করে তারেও পরে রয় রে!
(সেই) তামসিকও যায়রে তরে (মাকে) তামসী যে কয় রে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র- আশ্বিন ১৩৪৬), মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ৩ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ২০৬৬। পৃষ্ঠা ৬২২]
- রেকর্ড:
- এইচএমভি [সেপ্টেম্বর ১৯৩৯ (ভাদ্র- আশ্বিন ১৩৪৬)। এন ১৭৩৫০। শিল্পী: মৃণালকান্তি ঘোষ। সুর: কমল দাশগুপ্ত ]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- আহসান মুর্শেদ। [নজরুল সঙ্গীত স্বরলিপি ছেচল্লিশতম খণ্ড। কবি নজরুল ইন্সটিটিউট । ফাল্গুন ১৪২৫/ফেব্রুয়ারি ২০১৯] পৃষ্ঠা: ৬৭-৬৯। [নমুনা]
- আহসান মুর্শেদ। [নজরুল সঙ্গীত স্বরলিপি ছেচল্লিশতম খণ্ড। কবি নজরুল ইন্সটিটিউট । ফাল্গুন ১৪২৫/ফেব্রুয়ারি ২০১৯] পৃষ্ঠা: ৬৭-৬৯। [নমুনা]
- পর্যায়: