মাকে ভাসায়ে জলে কেমনে রহিব ঘরে (maa ke bhashaye jole kemone rohibo ghore)
মাকে ভাসায়ে ভাটির স্রোতে
কেমনে রহিব ঘরে।
শূন্য ভুবন শূন্য ভবন কাঁদে হাহাকার ক’রে॥
মা যে নদীর জলতরঙ্গ প্রায়,
ভরা কূলে কূলে, তবু ধরা নাহি যায়,
রাখিতে নারিনু পাষাণীরে মোরা
পাষাণ দেউলে ধ'রে॥
- ভাবসন্ধান: মন্মথ রায়ের রচিত বেতার নাটিকায় নজরুলের রচিত এটি ছিল তৃতীয় গান। দুর্গাপূজা শেষ দেবীর বিসর্জনের পর মর্তের ভক্তকুলের মন্দিরে ও মনে যে শুন্যতার সৃষ্টি হয়, এই গানে তারই হাহাকার মূর্তমান হয়ে উঠেছে।
ভক্তদের দেবীবন্দনা স্বরূপ বলা হয়েছে- বিশ্বসংসারে নদীর জলতরঙ্গের মতো তাঁর মহিমা উচ্ছ্বসিত। সে কুলপ্লাবিত মহিমাকে ধরা যায় না। পাথরের মন্দিরে ভক্তরা দেবীকে ধরে রাখতে চায় চিরকালের জন্য। ভক্তদের একান্ত বাসনাকে অগ্রাহ্য করে এই দেবী চলে যাব। তাই এই গানে দেবীকে পাষাণী (নির্বিকার, দয়াহীন) বলে আখ্যায়িত করেছেন। দেবীকে ধরে রাখতে পারলেন না বলেই তাদের এই হাহাকার।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। বেতারজগৎ পত্রিকার '১৬ অক্টোবর ১৯৩৯' (বুধবার ১ কার্তিক ১৩৪৬) সংখ্যায় কাজী নজরুল ইসলামের রচিত 'বিজয়া' নামক গীতি-আলেখ্য প্রচারিত হয়েছিল। এই গীতি-আলেখ্যে এই গানটি ছিল। এই সময় নজরুলের বয়স ৪০ বৎসর ছিল ৫ মাস।
- বেতার:
- সঙ্গীতালেখ্য 'বিজয়া দশমী'। রচনা ও সংগঠনা: কবি নজরুল ইসলাম। সহকারী-অমরেন্দ্রনাথ অধিকারী ও সশীলরঞ্জন সরকার। শিল্পী: এ.আই.আর. শিল্পীবৃন্দ। কলিকাতা-ক। প্রথম অধিবেশন। ২২শে অক্টোবর, ১৯৩৯ খ্রিষ্টাব্দ (রবিবার, ৫ কার্তিক ১৩৪৬), সকাল ৯-৯.৪৪ মিনিট]
- সঙ্গীতালেখ্য 'বিজয়া দশমী'। রচনা ও সংগঠনা: কবি নজরুল ইসলাম। সহকারী-অমরেন্দ্রনাথ অধিকারী ও সশীলরঞ্জন সরকার। শিল্পী: এ.আই.আর. শিল্পীবৃন্দ। কলিকাতা-ক। প্রথম অধিবেশন। ২২শে অক্টোবর, ১৯৩৯ খ্রিষ্টাব্দ (রবিবার, ৫ কার্তিক ১৩৪৬), সকাল ৯-৯.৪৪ মিনিট]
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২ খ্রিষ্টাব্দ। ২০৬8 সংখ্যক গান]
- পত্রিকা: বেতার জগৎ। ১০ম বর্ষ ২০শ সংখ্যা। 'বিজয়া' নাটক। মানুষের গান। পৃষ্ঠা ৭৬৬। [নমুনা]
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- নিতাই ঘটক। সঙ্গীতাঞ্জলি। দ্বিতীয় খণ্ড। দ্বিতীয় সংস্করণ। শ্যামাপূজা, ১৩৮৩। বিজয়া [নাটিকার গান] শিরোনাম: সন্তানের গান। পৃষ্ঠা: ৬৮-৭০ [নমুনা]
- নিতাই ঘটক। সঙ্গীতাঞ্জলি। দ্বিতীয় খণ্ড। দ্বিতীয় সংস্করণ। শ্যামাপূজা, ১৩৮৩। বিজয়া [নাটিকার গান] শিরোনাম: সন্তানের গান। পৃষ্ঠা: ৬৮-৭০ [নমুনা]
- সুরকার: নজরুল ইসলাম
- পর্যায়: