কেন উচাটন মন পরান এমন করে (keno uchaton mon poran emon kore)

কেন উচাটন মন পরান এমন করে।
কেন কাঁদে গো বধূ বঁধুর বুকে বাসরে॥
            কেন মিলন-রাতে
            সলিল আঁখি-পাতে,
কেন ফাগুন-প্রাতে সহসা বাদল ঝরে॥
            ডাকিলে অনুরাগে
            কেন বিদায় মাগে,
(কেন) মরিতে সাধ জাগে 
 পিয়ার বুকের 'পরে॥
            ডাকিয়া ফুলবনে
            থাকে সে আনমনে,
কাঁদায়ে নিরজনে 
 কাঁদে সে নিজের তরে॥
    কবি,  তোরে কে কবে
            সাধিল বেণুর রবে ,
ধরিতে গেলি যবে 
 বিঁধিল কুসুম-শরে

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৫ বঙ্গাব্দের কার্তিক (নভেম্বর ১৯২৮) মাসে প্রকাশিত 'বুলবুল' নামক সঙ্গীত-সংকলনে প্রথম অন্তর্ভুক্ত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ২৯ বৎসর ৫ মাস।
  • গ্রন্থ
    • বুলবুল
      • প্রথম সংস্করণ [কার্তিক ১৩৩৫ (নভেম্বর ১৯২৮) গান ২৪। বেহাগ-খাম্বাজ-দাদরা]
      • নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। বুলবুল। গান ২৪। বেহাগ-খাম্বাজ-দাদরা। পৃষ্ঠা: ১৭০]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।