মাগো ভেবেছিস তোরই জবা চিরদিনই সইব

মাগো ভেবেছিস তোরই জবা চিরদিনই সইব!
এবার শক্তি পূজা ছেড়ে হব আমি শৈব॥
তখন মা তুমি বুঝবে ঠেলা
এমনি নিঠুর এমনি খেলা,
সুদে আসলে উঠিয়ে মূলে তবেই আমি রইব॥
ভোলানাথের মন ভোলানো নয়কো মোটেই শক্ত।
এতদিনও বৃথা দিলাম তোর পায়ে জবা রক্ত
ভোলা শিবের কোলে আসিস
দেখব কেমন তুই না আসিস
শিবানী শিব ছাড়া আমি দুই-নই গো

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৩০৮৩। পৃষ্ঠা: ৯৪৫]
      সূত্র: দুর্গাদাস চক্রবর্তীর খাতা।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।