মাতৃরূপা দয়ারূপা ষষ্ঠী মাগো নমো

মাতৃরূপা দয়ারূপা ষষ্ঠী মাগো নমো নমঃ।
ত্রিজগতের ধাত্রী তুমি, শিশুগণের মাতৃসম॥
সৃষ্টির সূতিকা-গেহে
জাগো তুমি বিপুল স্নেহে,
নবজাত শিশু যত তোমার প্রাণের প্রিয়তম॥
জলে স্থলে অন্তরীক্ষে ভয় হতে মা রক্ষা ক’রে,
রাখ সকল শিশুদেরে তোমার অভয় বক্ষে ধ’রে।
তোমারই দান মোর সন্তান
এরে দাও মা আয়ু দাও কল্যাণ
স্তবে মোর তুষ্টা হয়ে এর সব অপরাধ ক্ষম ক্ষম॥

  •  রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৫০৪। পৃষ্ঠা: ৭৭২]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।