কেন করুণ সুরে হৃদয় পুরে বাজিছে বাঁশরি (keno korun shure hridoy pure bajichhe banshori)

কেন করুণ সুরে হৃদয় পুরে বাজিছে বাঁশরি
ঘনায় গহন নীরদ সঘন নয়ন মন ভরি॥
বিজলি চমকে পবন দমকে পরান কাঁপে রে
বুকের বঁধুরে বুকে বেঁধে ঝুরে বিধুরা কিশোরী॥

  • ভাবার্থ: মন্মথ রায়ের রচিত 'সাবিত্রী' নাটকে সাবিত্রীর গান। নাটকের প্রেক্ষাপটে এই গানটি হয়ে উঠছে এক দুঃসহ বেদনার প্রতীক। এই গানে সাবিত্রীর স্বামী সত্যাবনের আসন্ন মৃত্যু বিষয়ে জেনে যন্ত্রণায় বিদ্ধ হয়। আবার এই সংবাদ স্বামীকে জানাতে পারে না সে বেদনা তাঁকে অসহনীয় কর তোলে।

    তার হৃদয়ে স্বামী হারানোর তীব্র বেদনার বাঁশী সকরুণ সুরে বাজে। তার মনোলোকে বেদনার মেঘ পূঞ্জীভুত হয়। স্বামীর মৃত্যু হবে, এই বারতা আঘাত হয়ে মনোলোকে বজ্রবিদ্যুতের মতো তার প্রাণকে আশঙ্কায় কম্পিত করে। স্বামীকে বুকে চেপে ধরে বেদনাবিধুর কিশোরী সাবিত্রী গোপনে কাঁদে।

     
  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে বিস্তারিত জানা যায় না। ১৯৩১ খ্রিষ্টাব্দের ৩০ মে (শনিবার ১৬ জ্যৈষ্ঠ ১৩৩৮), মন্মথ রায় রচিত 'সাবিত্রী' নাটকটি কলকাতার নাট্যনিকেতনে প্রথম মঞ্চস্থ হয়েছিল। এই নাটকে এই গানটি ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩২ বৎসর ১ মাস।
     
  • মঞ্চ: নাট্যনিকেতন। ৩০ মে ১৯৩১ (শনিবার ১৬ জ্যৈষ্ঠ ১৩৩৮)।  মন্মথ রায়ের রচিত নাটক। এই নাটকের সঙ্গীত রচয়িতা এবং সুরকার ছিলেন কাজী নজরুল ইসলাম
  • গ্রন্থ:
    • সাবিত্রী
      • মন্মথ রায়-কর্তৃক রচিত নাটক। [১৩৩৮ বঙ্গাব্দের ১৬ই জ্যৈষ্ঠ মঞ্চস্থ হয়েছিল। তৃতীয় অঙ্ক। চতুর্থ দৃশ্য। সাবিত্রীর গান। শিল্পী: নীহারবালা]
      • মন্মথ রায় নাট্যগ্রন্থাবলী দ্বিতীয় খণ্ড [জগদ্ধাত্রী পূজা ১৩৫৮। ২৫শে নভেম্বর ১৯৫১। সাবিত্রী। তৃতীয় অঙ্ক। চতুর্থ দৃশ্য। সাবিত্রীর গান। পৃষ্ঠা: ১৬৭]
    • চন্দ্রবিন্দু
      • প্রথম সংস্করণ [সেপ্টেম্বর ১৯৩১, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ।]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। চন্দ্রবিন্দু। ৩৩। দেশ-সুরট-একতালা। পৃষ্ঠা: ১৭৯]
    • সুরলিপি। [১৬ আগষ্ট ১৯৩৪ (বুধবার, ৩১ শ্রাবণ ১৩৪২)]। জগৎঘটক-কৃত স্বরলিপি। প্রকাশক: নজরুল ইসলাম। দেশ-একতালা।[নমুনা]
  • রেকর্ড: এইচএমভি । জুন ১৯৩২  (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৩৯)। এন ৭০০১। কমলা ঝরিয়া [শ্রবন নমুনা]
      
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • সুরকার: নজরুল ইসলাম
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।