মান যদি করি প্রিয় তুমি এসে ভাঙায়ো

মান যদি করি প্রিয় তুমি এসে ভাঙায়ো
ক্ষমা সুন্দর পায়ে দিয়ো দিয়ো স্থান।
(স্থান দিয়ো হে, আমায় ক্ষমা সু্ন্দর পায়ে স্থান দিয়ো হে)
রেখো রেখো দাসীর সে মান।
রাখ চরণে তব লাখ চন্দ্রাবী শত শত গোপীকা।
তোমার হৃদয় যেন হে প্রিয় মাধব
একাকিনী এ দাসী হয় মাধবিকা মাধব
(আমি আর কিছু চাই না
যেন রাই হয়ে মানের এ মান হারাই না, আর কিছু চাই না)
তোমার হৃদয়ে যেন হে প্রিয় মাধব
একাকিনী এ দাসী হয় মাধবিকা মাধব॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২০৭৯। পৃষ্ঠা: ৬২৬]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।