সৈয়দে মক্কী-মদনী আমার নবী মোহাম্মদ (soiyode mokki-modoni amar nobi )

সৈয়দে মক্কী মাদানী আমার নবী মোহাম্মদ।
করুণা-সিন্ধু খোদার বন্ধু নিখিল মানব-প্রেমাস্পদ।।
আদম নূহ ইবরাহীম দাউদ সোলেয়মান মুসা আর ঈসা,
সাক্ষ্য দিল আমার নবীর, সবার কালাম হলো রদ।
যাঁহার মাঝে দেখল জগৎ ইশারা খোদার নূরের,
পাপ দুনিয়ায় আনল যে রে, পুণ্য বেহেশতী সনদ।।
হায় সিকান্দর খুঁজলো বৃথাই আব-হায়াত এই দুনিয়ায়
বিলিয়ে দিল আমার নবী, সে সুধা মানব সবায়।
হায় জুলেখা মজলো ঐ ইউসুফের ঐ রূপ দেখে,
দেখলে আমার নবীর সুরত যোগীন হত ভষম মেখে।
শুনলে নবীর শিরীন জবান, দাউদ মাগিতো মদদ।।
ছিল নবীর নূর পেশানিতে, তাই ডুবলো না কিশতী নূহের,
পুড়লো না আগুনে হযরত ইবরাহিম সে নমরুদের
হায়! দোজখ আমার হারাম হলো পিয়ে কোরানের শিরীন শাহদ্।।

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দের ভাদ্র মাসে  প্রকাশিত ' জুলফিকার' গীতি-গ্রন্থে প্রথম অন্তর্ভুক্ত হয়ে প্রথম প্রকাশিত হয়। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ৩ মাস।
     
  • গ্রন্থ:
    • জুলফিকার
      • প্রথম সংস্করণ [১৫ অক্টোবর ১৯৩২ (শনিবার ২৯ আশ্বিন ১৩৩৯)]। মিশ্র খাম্বাজ-কার্ফা
      • নজরুল রচনাবলী,  জন্মশতবর্ষ সংস্করণ। চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা।  জ্যৈষ্ঠ ১৪১৪, মে ২০০৭,  জুলফিকার। ১৯ সংখ্যক গান। মিশ্র খাম্বাজ-কার্ফা । পৃষ্ঠা: ৩০৩-৩০৪]
         
  •  রেকর্ড: মেগাফোন।  জুন ১৯৩৩ (১৮ জ্যৈষ্ঠ-১৬ আষাঢ় ১৩৪০)। জেএনজি ৫৭। শিল্পী: আব্বাসউদ্দীন আহমদ। [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপিকার ও স্বরলিপি:  সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, পঞ্চম খণ্ড। কবি নজরুল ইন্সটিটিউট, ঢাকা] ২৫ সংখ্যক গান। পৃষ্ঠা: ১১৯--১২২।  [নমুনা] 
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ইসলামী
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।