তোমার ফুল-ফোটানো সুর (tomar ful fotano shur)

 তোমার ফুল-ফোটানো সুর তোমার মন-কাঁদানো গান।
তোমার বাণী ব্যথাতুর আমার উদাস করে প্রাণ॥
            মৃদু মন্দ গতি ধীর
             তব ছন্দের মঞ্জির,
মম মরমে জাগায় বঁধু যমুনার উজান॥
তব আঁখি সকরুণ সদা উদাস ছলছল,
তোমার আনমনা মন আমার চোখে আনে জল।
            তুমি চাওনা তবু হায়
            হৃদি তোমার পানে ধায়,
যদি ঠেল্‌তে মোরে পায় কর পায়ের পরশ দান॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দে ১৮ সেপ্টেম্বর (মঙ্গলবার, ১ আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ), এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে কয়েকটি গান প্রকাশের জন্য নজরুলের একটি চুক্তি হয়। এই চুক্তিপত্রে এই গানটির উল্লেখ ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ৪ মাস।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট, মাঘ ১৪১৭, ফেব্রুয়ারি ২০১১)। ২৫৫২ সংখ্যক গান। রাগ: ভৈরবী। পৃষ্ঠা: ৭৮৫।
    • নজরুলের হারানো গানের খাতা [নজরুল ইনস্টিটিউট, ঢাকা। আষাঢ় ১৪০৪/জুন ১৯৯৭। গান সংখ্যা ৮৫। for Montu (HMV) । ভৈরবী। পৃষ্ঠা ১১২।]
  • রেকর্ড: এইচএমভির সাথে চুক্তিপত্র। [১৮ সেপ্টেম্বর ১৯৩৫ (বুধবার, ১ আশ্বিন ১৩৪২)।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।