কেন কাঁদে পরান কি বেদনায় কারে কহি (keno kande poran ki bedonay kare kohi)

কেন কাঁদে পরান কি বেদনায় কারে কহি।
সদা কাঁপে ভীরু হিয়া রহি' রহি'॥
সে থাকে নীল নভে আমি নয়ন-জল-সায়রে
সাতাশ তারার সতীন-সাথে সে যে ঘুরে মরে
কেমনে ধরি সে চাঁদে রাহু নহি॥
কাজল করি' যারে রাখি গো আঁখি-পাতে
স্বপনে যায় সে ধুয়ে গোপনে অশ্রু-সাথে।
বুকে তায় মালা করি' রাখিলে যায় সে চুরি
বাঁধিলে বলয়-সাথে মলয়ায় যায় সে উড়ি'
কি দিয়ে সে উদাসীন মন মোহি'॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনার কোনো সুনির্দিষ্ট তারিখ পাওয়া যায় না। নওরোজ পত্রিকার  'শ্রাবণ ১৩৩৪ বঙ্গাব্দ (জুলাই ১৯২৭) সংখ্যা'য় 'সারা ব্রিজ' নামক একটি নাটিকার প্রথম ও দ্বিতীয় দৃশ্য প্রকাশিত হয়েছিল। এই গানটি এই নাটকের সাথে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ২৮ বৎসর ২ মাস।
     
  • পত্রিকা:
    • নওরোজ: শ্রাবণ ১৩৩৪ (জুলাই-আগষ্ট ১৯৩১)।
    • ভারতবর্ষ।  শ্রাবণ ১৩৩৫ (জুলাই-আগষ্ট ১৯২৮)। দীলিপকুমার রায়-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল। পাদটীকায় গানটির সুর বিশ্লেষণ আছে। [নমুনা]
  • রেকর্ড:
    • ফোন-ও-ফোন। জুলাই ১৯৩১ (মাঘ -ফাল্গুন ১৩৩৭ বঙ্গাব্দ)। রেকর্ড টি ৬০৩৪। শিল্পী: কিরণময়ী দাসী
    • এইচএমভি। ডিসেম্বর ১৯৩১ (অগ্রহায়ণ-পৌষ ১৩৩৮)। রেকর্ড পি ১১৭৩৫। শিল্পী কে মল্লিক[শ্রবণ নমুনা]
       
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।