মাহেরম দাসরে মাহতাব

মাহেরম দেরসে মাহতাব
সা জেগাং কারি।
বারকার্ফে পয়েদা উঠা
পিলাদে দিদাং বাড়ি॥
 *        *        *   
দাগ যেমন আছে চাঁদে
তেমনি দাগ আমার হৃদে।
দেখাইয়ে বদন চাঁদে
বাঁচা প্রাণ সুন্দরী॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
     
  • গ্রন্থ:
    • নজরুল একাডেমী পত্রিকা। ৯ বর্ষ, ১ম সংখ্যা। শ্রাবণ-আশ্বিন ১৪০০। পৃষ্ঠা ৪২-৪৩।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান সংখ্যা ২৯৮৪। পৃষ্ঠা: ৯১৩]
  • বিষয়াঙ্গ: কোনো বিশেষ পালা গানের অংশ তা জানা যায় নি । ভণিতা নাই।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।