মিনতি রাখো রাখো পথিক থাকো থাকো (minoti rakho rakho pothik thako thako)

মিনতি রাখো রাখো পথিক থাকো থাকো,
            এখনি যেয়ো না গো 
 না না না॥
ক্ষণিক অতিথি        বিদায়ের গীতি
            এখনি গেয়ো না গো 
 না না না॥
চৈতি পূর্ণিমা চাঁদের তিথি,
পুষ্প পাগল এ বনবীথি,
            ধূলায় ছেয়ো না গো 
 না না না॥
বলি বলি ক'রে হয়নি যা বলা,
যে কথা ভরিয়াছিল বুকের তলা;
সে কথা না শুনে সুন্দর অতিথি হে
            যেতে চেয়ো না গো 
 না না না॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের ১৩ জানুয়ারি (রবিবার ২৯ পৌষ ১৩৪১),  রেকর্ডে কোম্পানির সাথে নজরুলে একটি চুক্তি হয়। এই চুক্তিতে এই গানটি ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৭  মাস।
     
  • রেক্র্ড:
    • ১৯৩৫ খ্রিষ্টাব্দের ১  জানুয়ারি (রবিবার ২৯ পৌষ ১৩৪১) নজরলের সাথে রেকর্ড কোম্পানির চুক্তি হয়। এই চুক্তিতে এই গানটি ছিল।
    • এইচএমভি। ' বাসন্তিকা' নাটিকা। ফেব্রুয়ারি ১৯৩৫ (মাঘ-ফাল্গুন ১৩৪১)। এন ৭৩৩৮। চরিত্র: বাসন্তিকা। শিল্পী বীণাপাণি। [শ্রবণ নমুনা]
    • টুইন। ফেব্রুয়ারি ১৯৪৪। এফটি ১৩৯২৮। শিল্পী: রাধারাণী। [শ্রবণ নমুনা]
       
  • স্বরলিপিকার ও স্বরলিপি: সালাউদ্দিন আহ্‌মেদ [নজরুল-সঙ্গীত স্বরলিপি, অষ্টাদশ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আশ্বিন ১৪০৪/অক্টোবর ১৯৯৩। ২৩ সংখ্যক গান]  [নমুনা]
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রকৃতি
    • সুরাঙ্গ: স্বকীয় (নৃত্যসম্বলিত)

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।