মুখে কেন নাহি বলো আঁখিতে (mukhe keno nahi bolo ankhite)

মুখে কেন নাহি বলো আঁখিতে যে কথা কহো
অন্তরে যদি চাহো মোরে তবে কেন দূরে দূরে রহো॥
         প্রেম-দীপ শিখা অন্তরে যদি জ্বলে
         কেন চাহো তারে লুকাইতে অঞ্চলে
পূজিবে না যদি সুন্দরে রূপ-অঞ্জলি কেন বহো॥
ফুটিলে কুসুম-কলি রহে না পাতার তলে,
কুণ্ঠা ভুলিয়া দখিনা-বায়ের কানে কানে কথা বলে।
         যে অমৃত-ধারা উথলে হৃদয় মাঝে
         রুধিয়া তাহারে রেখো না হৃদয় লাজে
প্রাণ কাঁদে যার লাগি' তারে কেন বিরহ দহনে দহো॥
  

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৫০ খ্রিষ্টাব্দের অক্টোবর (আশ্বিন-কার্তিক ১৩৫৭) মাসে এইচএমভি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় স্থবির ও নির্বাক ছিলেন।
     
  • রেকর্ড: এইচএমভি। অক্টোবর ১৯৫০ (আশ্বিন-কার্তিক ১৩৫৭)। এন ৩১২৮৩। শিল্পী: সত্য চৌধুরী [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার: আহসান মুর্শেদ [নজরুল সঙ্গীত স্বরলিপি, ত্রিশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা।  আষাঢ়, ১৪১৩/জুলাই ২০০৬] সত্য চৌধুরীর রেকর্ডে গাওয়া গান অবলম্বনে কৃত স্বরলিপি। ২১ সংখ্যক গান। [নমুনা]
  • সুরকার: নজরুল ইসলাম
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
    • তাল: দাদরা
    • গ্রহস্বর: গা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।