মুখের কথায় নাই জানালে

মুখের কথায় নাই জানালে, জানিও গানের ভাষায়।
এসেছিলে মোর কাছে হে পথিক, কিসের আশায়॥
            তোমার মনের কামনারে
            রাখলে আড়ালে অন্ধকারে,
আপনি তুমি করলে হেলা আপন ভালোবাসায়॥
সাধ ছিল যে হাত দিয়ে গো পরিয়ে দেবে হার,
দ্বিধা ভরে সেই হাতে হায় করলে নমস্কার।
            নিশুত রাতে ব'লো সুরে
            কেন থাক দূরে দূরে,
কেন এমন গোপন কর বুক-ভরা পিপাসায়॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। বুলবুল পত্রিকার চৈত্র ১৩৪৩ (মার্চ-এপ্রিল ১৯৩৭ খ্রিষ্টাব্দ) সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ১০ মাস।
     
  • গ্রন্থ: গুলবাগিচা (গীতিবিচিত্রা)। নজরুল রচনাবলী অষ্টম খণ্ড [১২ ভাদ্র ১৪১৫, ২৭ আগষ্ট ২০০৮। পৃষ্ঠা ১৭৩।
  • পত্রিকা:  বুলবুল [চৈত্র ১৩৪৩ (মার্চ-এপ্রিল ১৯৩৭ খ্রিষ্টাব্দ)]
  • বেতার: গুল্‌বাগিচা  (গজল-গীতিচিত্র)। কলকাতা বেতার কেন্দ্র। [১৯৪০ খ্রিষ্টাব্দের ১৪ ডিসেম্বর (শনিবার ২৮ অগ্রহায়ণ ১৩৪৭)]  তৃতীয় অধিবেশন। সময়: রাত ৮টা থেকে ৮.২৯ মিনিট।
    • সূত্র:
      • বেতার জগৎ। ১১শ বর্ষ, ২৩ সংখ্যা। ১লা ডিসেম্বর ১৯৪০। পৃষ্ঠা: ১২৮৫

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।