মেঘ-মেদুর গগন কাঁদে হুতাশ পবন (megh medur gogon kade hutash pobon)

মেঘ-মেদুর গগন কাঁদে হুতাশ পবন
কে বিরহী রহি
' রহি' দ্বারে আঘাত হানো।
শাওন ঘন ঘোর ঝরিছে বারি অঝোর
কাঁপিছে কুটির মোর দীপ নেভানো

বজ্রে বাজিয়া ওঠে তব সঙ্গীত,
বিদ্যুতে ঝলকিছে আঁখি-ইঙ্গিত,
চাঁচর  চিকুরে তব ঝড় দুলানো, ওগো মন ভুলানো

এক হাতে, সুন্দর, কুসুম ফোটাও!
আর হাতে নিষ্ঠুর মুকুল ঝরাও।
হে পথিক, তব সুর অশান্ত বায়
জন্মান্তর হতে যেন ভেসে আসে হায়!
বিজড়িত তব স্মৃতি চেনা অচেনায় প্রাণ কাঁদানো

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৪১ বঙ্গাব্দের আশ্বিন (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪) মাসে গানটি গানের মালা প্রথম সংস্করণে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৪ মাস।
     
  • গ্রন্থ: গানের মালা। প্রথম সংস্করণ আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)। গানের মালা-৩১। পিলু-বারোয়াঁ-কার্ফা]
  • রেকর্ড:
    • এইচএমভি [জুলাই ১৯৩৫ (আষাঢ়-শ্রাবণ ১৩৪২)। এন ৭৩৮৮। শিল্পী: মিস্ অণিমা (বাদল)।] [শ্রবণ নমুন] [মাসুদা আনাম কল্পনা(শ্রবণ নমুনা)]
    • এইচএমভি [এপ্রিল ১৯৫০ (চৈত্র ১৩৫৬-বৈশাখ ১৩৫১)। এন ৩১১৮৪। শিল্পী: মনোরঞ্জন চৌধুরী। সুরকার:]
  • সুরকার:  নজরুল ইসলাম
  • স্বরলিপিকার ও স্বরলিপি: রশিদুন্ নবী [নজরুল-সঙ্গীত স্বরলিপি, ষোড়শ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আশ্বিন ১৪০৪/অক্টোবর ১৯৯৩। ১৭ সংখ্যক গান। রেকর্ডে মিস্ অণিমা (বাদল)-এর গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে] [নমুনা]
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রকৃতি ও ভক্তি
    • সুরাঙ্গ: রাগাশ্রয়ী [স্বকীয় বৈশিষ্ট্য]
      • রাগ: পিলু-বারোয়াঁ
      • তাল: কাহারবা
      • গ্রহস্বর: মপা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।