মেঘে মেঘে অন্ধ অসীম আকাশ। (meghe meghe ondho oshim akash)

রাগ : জয়জয়ন্তী, তাল : ত্রিতাল
মেঘে মেঘে অন্ধ অসীম আকাশ।
আমারি মত কাঁদে দিশাহারা
নয়ন পুতলি চাঁদে হারায়ে
হারায়ে তারি নয়ন তারা॥
আমার ভুবন আঁধারে ভরিয়া
নয়ন মণি মোর কে নিল হরিয়া
প্রিয় নাম ধরে তারে খুঁজি দিকে দিকে
শূন্য গগনে শুধু ঝরে বারি ধারা॥
হে আলোর রাজা বল বল মোরে
মোর আঁখি পুতলি কেন নিলে হ’রে
তব উৎসব সভা হ’তো না কি উজল
আমার আঁখির আলো ছাড়া॥

  • রচনাকাল : গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের জুলাই (আষাঢ়- শ্রাবণ ১৩৪৭) মাসে  এইচএমভি রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। এই সময় নজরুলের বয়স ছিল ৪১ বৎসর ১ মাস।
     
  • রেকর্ড: এইচএমভি। জুলাই ১৯৪০ (আষাঢ়- শ্রাবণ ১৩৪৭)। এন. ১৭৪৭৯।  শিল্পী: প্রফেসর জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী। জয়-জয়ন্তী─ত্রিতাল। [শ্রবণ নমুনা]
  • স্বরলিপি: সুধীন দাশ।[নজরুল-সঙ্গীত স্বরলিপি, ষষ্ঠ খণ্ড (নজরুল ইন্সটিটিউট, ফাল্গুন ১৪০৩। ফেব্রুয়ারি ১৯৯৭)-এর ২২ সংখ্যক গান। পৃষ্ঠা: ১০১-১০৩।] [নমুনা]
  • পর্যায়

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।