মেরা দিল বেতাব কিয়া তেরে আব্রুয়ে কামান (mera dil betaab kiya tere abruye kaman)

মেরা দিল বেতাব কিয়া তেরে আব্রুয়ে কামান।
জ্বলা যাতা হ্যায় ইশ্‌ক মে জান পরেশান॥
হেরে তোমায় ধনি, চন্দ্র কলঙ্কিনী
মরি যে বদনের শোভা মাতোয়ারা প্রাণ-

বুলবুল করতে এসেছে তাই মধু পান॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
     
  • গ্রন্থ:
    • নজরুল রচনাসম্ভার। আব্দুল কাদির সম্পাদিত। কলকাতা ১৩৬৮। পৃষ্ঠা ২১৮।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান সংখ্যা ২৫২৩। পৃষ্ঠা: ৭৭৭]
  • বিষয়াঙ্গ: কোন বিশেষ পালা গানের অংশ তা জান যায় নি । ভণিতা নাই।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।