মেরে তন্‌কে তুম অধিকারী ও পিতাম্বরধারী। (mere tonke tum odhikari o pitambordhari)

মেরে তন্‌কে তুম অধিকারী ও পিতাম্বরধারী।
অঞ্জলি ম্যায় দে চুকি হুঁ (উন) চারন্য পে বনওয়ারী॥
যতন এ তন্কা কর্তি হুঁ মায়
সোলাহ্ সিঙ্গার রচিত হুঁ ম্যায়,
তুমহারি বস্তু ও মনোহর করতিহুঁ ব্যখওয়ারী॥
তুমহারে খাত্যর সাজাউঁয়ো তন
পহরুঁ মোহন কঙ্কণ ভূষণ,
বন্ বন্ লিতি সাথ তুমহারে গোপীজন-মন্হারী॥
মোহন বন্শী শুনতি হুঁ ম্যয়
নূপুর গুঞ্জন গিন্তি হু ম্যয়,
তুমহারে খাতের য্যমনা তটকো (ব্যনব্যন) আতি সব ব্রিজনারী॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
     
  • গ্রন্থ:
    • নজরুল রচনাসম্ভার। আব্দুল কাদির সম্পাদিত। কলকাতা ১৩৬৮। পৃষ্ঠা ২১৮।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান সংখ্যা ২৫২৩। পৃষ্ঠা: ৭৭৭]
  • বিষয়াঙ্গ: কোন বিশেষ পালা গানের অংশ তা জান যায় নি । ভণিতা নাই।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।