মেষ চারণে যায় রে হাসিন আমিনা দুলাল
মেষ চারণে যায় রে হাসিন আমিনা দুলাল।
বিশ্বভুবন মুগ্ধ হেরি, সুরত জামাল॥
মেঘছায়া ভক্তি ভরে,
শিরে তাঁহার ছত্র ধরে,
পদতলে লুটায়ে পড়ে, আসমানের হেলাল॥
তাঁর পেশানির রোশনীতে হায় আফতাব হয় হারা,
শির ঝুকায়ে তাজিম করে আল বুরুজের চূড়া,
তাঁহার চলার পথের পরে,
বনের কুসুম আপনি ঝরে,
বারেক চাহে কদম চুমে, হতে রে নেহাল॥
- রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- দুখুমিয়ার লেটো গান। লেটো গান। ইসলামী গান। ৫ম গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৩৯৩।
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৮৮০]
- বিষয়াঙ্গ: ইসলামী গান। ভণিতা নাই।