হে নাথ তোমায় দোষ দেব না

হে নাথ তোমায় দোষ দেব না আমারি সুখ সইল না।
তুমি, চাওয়ার অধিক দিয়েছিলে আমার দোষেই রইল না
                        তা আমার দোষেই রইল না॥
            তুমি আপন হাতে তিলে তিলে
            আমার সুখের বাগান সাজিয়ে দিলে
মোর     কপাল-দোষে ফুটল না ফুল (সেথা) মলয় হাওয়া বইল না॥
সুখের দোসর সুখের সাথী তোমার আপন হাতের দান
সারা জীবন আমি তাদের করেছি নাথ অসম্মান।
            নাথ, বৈরাগীর এ সইবে কেন
            বিভব রতন বিলাস হেন
তারে ভিক্ষা ঝুলি দাও হে তুলি সোনার স্বর্গ লইল না
                যে সোনার স্বর্গ লইল না॥
 

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের জুলাই (আষাঢ়-শ্রাবণ ১৩৪৩), মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি এই গানটির প্রথম রেকর্ড হয়েছিল। পরে তা বাতিল হয়ে যায়।  এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ১ মাস।
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট, মাঘ, ১৪১৭/ফেব্রুয়ারি, ২০১৪)। গান সংখ্য ২১৪৯। পৃষ্ঠা: ৬৪৭।
  • রেকর্ড: এইচএমভি [জুলাই ১৯৩৬ (আষাঢ়-শ্রাবণ ১৩৪৩)। শিল্পী: নারায়ণ দাস বসু। রেকর্ডটি পরে বাতিল হয়ে যায়]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।