মেরে মন মন্দিরমে শুন (mere mon mondirme sun)

মেরে মন মন্দিরমে শুনো সখিরি শোওত হায় গিরধারী।
জাগ্ জাগ কর প্রেম হামারা প্যহরা দেও দ্বারী॥
ছাতিপে মেরে কৃষ্ণ শোওত হায় ভক্তি চাঁওর ঢুরাওয়ে
উন্কে শিরাহনে দীপগ মোরি আঁখিয়া,
প্রীতি দায় দাসী হামারি॥
চোরি চোরি শাস ননদ মোরা দেখ রহি হ্যঁয় নেম।
উনকা ড্যর মোহে কুছওয়ানা না লাগে,
জাগত হায় মোরা প্রেম॥
আধি রাত যব জাগে বিহারী
ধ্যারি হ্যঁয় হাথ কৃষ্ণ মুরারী,
ধ্যান ধ্যরে অব ইয়ে প্রাণ মেরা য্যয়সে রাধাপারী॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের ৩০ সেপ্টেম্বর (বুধবার ১৪ আশ্বিন ১৩৪৩)  এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুল ইসলামের একটি চুক্তি হয়েছিল। এই চুক্তিপত্রের এই গানটির উল্লেখ ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৪ মাস।
        [ নজরুলের ৩৭ বৎসর অতিক্রান্ত বয়সের গানের তালিকা]

  •  
  • প্রকাশ ও গ্রন্থভুক্তি:
    • গ্রন্থ:
      • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৪৮৬। পৃষ্ঠা: ৭৬৭]
    • রেকর্ড:
      • এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুল ইসলামের একটি চুক্তি হয়েছিল ১৯৩৬ খ্রিষ্টাব্দের ৩০ সেপ্টেম্বর (বুধবার ১৪ আশ্বিন ১৩৪৩)। এই চুক্তিপত্রের এই গানটির উল্লেখ ছিল।
      • এইচএমভি [ডিসেম্ব

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।