মোতিমালা নিয়া অভিমানী প্রিয়া- (motimala niya ovimani priya)

মোতিমালা নিয়া
অভিমানী প্রিয়া-
বরজুবন পর উতরে কা হুয়ে না দেতে
হরতায় গুঁথলারি মন বস করবে কো
নয়নন মে হার যেতে
কেন ফিরায়ে আঁখি
আনন আঁচলে ঢাকিয়া॥
লুটায় বরণ-ডালা
ছড়ানো কুসুম-মালা
সঘন কাঁপিছে হিয়া॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। গানটি পাওয়া যায় নজরুলের হারানো গানের খাতায় সংগৃহীত পাণ্ডুলিপিতে।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৩০৭৮। পৃষ্ঠা: ৯৪২]
    • নজরুলের হারানো গানের খাত[নজরুল ইনস্টিটিউট, ঢাকা। আষাঢ় ১৪০৪/জুন ১৯৯৭। পৃষ্ঠা ১৮৯।]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।