মোদের নবী আল্-আরবি সাজ্‌ল নওশার নওল সাজে (moder nobi al arbi)

মোদের নবী আল্-আরবি সাজ্‌ল নওশার নওল সাজে।
সে-রূপ হেরি’ নীল নভভেরই কোলে রবি লুকায় লাজে॥
আরাস্তা আজ জমিন্ আসমান
হুরপরী সব গাহে গান,
পূর্ণ চাঁদের চাঁদোয়া দোলে, কাবাতে নৌবত বাজে॥
কয় ‘শাদী মোবারক বাদী’ আউলিয়া আর আম্বিয়অর,
ফেরেশ্তা সব সওদা খুশির বিলায় নিখিল ভুবন মাঝে॥
গ্রহ তারা গতি হারা চায় গগনের ঝরোকায়,
খোদার আরশ দেখছে ঝুঁকে বিশ্ব-বধূর হৃদয়-রাজে॥
আয় রে পাপী, দুঃখী তাপী আয় হবি কে বরাতী,
শাফায়তের শিরীন্ শিরনি পাবি না আর পাবি না যে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৩০৭১। পৃষ্ঠা: ৯৪০]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।