মোর কথার ভ্রমর সুরে সুরে গুনগুনিয়ে গো গুনগুনিয়ে (mor kothar bhromor shure shure)

মোর কথার ভ্রমর সুরে সুরে গুনগুনিয়ে গো গুনগুনিয়ে।
তব মুখকমল ঘিরে যায় গো গান শুনিয়ে, গান শুনিয়ে॥
তুমি যেন চাঁদ মোর হৃদয় আকাশে
তোমারে ঘিরে আমার মনের কথা, তারা হয়ে হাসে,
মোর সুরের নূপুর কাঁদে, কাঁদে গো তোমার রাঙা পা জড়িয়ে॥
তোমার নয়ন যেদিন আমায়, (গো) নতুন কথা কয়,
সেদিন তোমার পায়ে আমার গানের পুষ্পবৃষ্টি হয়।
সেদিন শ্রাবণধারার মত সুর
ঝ’রে যায় অবিরত,
যেদিন তোমার স্মৃতি এসে কাঁদায় আমায় ঘুম ভাড়িয়ে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৫৬৩। পৃষ্ঠা: ৭৮৭]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।