মোর চুলের কাঁটা চুরি করে, রেখেছিলে মনচোর। (mor chuler kata churi kore,rekhechhile monchor)

মোর চুলের কাঁটা চুরি করে, রেখেছিলে মনচোর।
বুঝি নাই সে দিনের প্রেম, ভেবে ছিনু কাঁটা চোর॥
            চুলের খোঁপার কাঁটা খুলে,
            যতন করে রেখেছিলে,
বাসরে খোঁপায় পরালে, এই তো আমার ফুলডোর।
            এ কাঁটা নহে সামান্য,
            ফেরৎ পেয়ে আমি ধন্য,
এ কাঁটা পিরিতের চিহ্ন, ভালোবাসা নাও গো মোর॥
            'চুলের কাঁটা চুরি'র পালা,
            সাঙ্গ হলো, বল আল্‌লা,
নজরুল এসলাম রচিলা। সালাম লহ গো মোর॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। 'কুলসুম' পালা। প্রথম দৃশ্য। দশম দৃশ্যান্তর। প্রথম গান। কুলসুমের গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ২২৪।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৭৮৫]
       
  • বিষয়াঙ্গ: লোককাহিনি অবলম্বনে রচিত 'কুলসুম' পালার চতুর্দশ গান। ভণিতা 'নজরুল এসলাম'।

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।