মোর দেহ মন বিভব রতন (mor deho mon bibhob roton)

মোর দেহ মন বিভব রতন প্রিয়া তুমি নাও তুমি নাও।
পথের ধূলায় মুক্ত আকাশ-তলে আমারে থাকিতে দাও॥
সাজাইয়া হীরা মানিকের ফুলদানি
সাধ যায় রাখি' সেথা তোমারে*
সোনার দালান -প্রাণহীন, সে যে ভুল আমি
মাটিতে জন্ম আমি যে মাটির ফুল কেন তা ভুলাতে চাও॥
মাটির রসে যে প্রেমের কুসুম ফোটে
তারি কাছে এসে মধুকর গেয়ে ওঠে,
মোর কাছে এসো - যদি কোন দিন সে-মাটির মধু পাও॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  ১৩৭৭ বঙ্গাব্দের শ্রাবণ মাসে (জুলাই-আগষ্ট ১৯৭০) সন্ধ্যামালতী প্রকাশিত হয়েছিল। 
     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৬৮৭। তাল: কাহারবা। পৃষ্ঠা: ৫০৩]
    • সন্ধ্যামালতী
      • প্রথম সংস্করণ [শ্রাবণ ১৩৭৭ (জুলাই-আগষ্ট ১৯৭১)]
      • নজরুল রচনাবলী জন্মশতবার্ষিকী সপ্তম খণ্ড [১১ জ্যৈষ্ঠ ১৪১৫, ২৫ মে ২০০৮। সন্ধ্যামালতী, গান ৩১। পৃষ্ঠা: ১৪১-১৪২]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।