মোর ধ্যানে সুন্দর এলে কি করে (mor dhyane sundor ele ki)

মোর ধ্যানে সুন্দর এলে কি করে
আসে চন্দন-গন্ধ মৃদুল সমীরে॥
আবার শূন্য এ হৃদি-মাঝে
কা'র নাম ধ'রে বাঁশি কেন বাজে,
কাঁদে ভ্রমর মাধবী-কুঞ্জ ঘিরে॥
পাপিয়া কেন 'পিয়া পিয়া' ডাকে
কেন দোলা লাগে তনুর চম্পা-শাখে,
কেন অন্ধ আঁখি ভাসে অশ্রু-নীরে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  ১৩৭৭ বঙ্গাব্দের শ্রাবণ মাসে (জুলাই-আগষ্ট ১৯৭০) সন্ধ্যামালতী প্রকাশিত হয়েছিল।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১‌৬৮৯। পৃষ্ঠা: ৫০৪]
    • সন্ধ্যামালতী
      • প্রথম সংস্করণ [শ্রাবণ ১৩৭৭ (জুলাই-আগষ্ট ১৯৭১)]
      • নজরুল রচনাবলী জন্মশতবার্ষিকী সপ্তম খণ্ড [১১ জ্যৈষ্ঠ ১৪১৫, ২৫ মে ২০০৮। সন্ধ্যামালতী, গান ২৭। পৃষ্ঠা: ১৪০]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।