মোর না মিটিতে আশা ভাঙিল খেলা (mor na mitite asha bhangilo khela)

মোর না মিটিতে আশা ভাঙিল খেলা,
জীবন প্রভাতে এলো বিদায় বেলা॥
আঁচলের ফুলগুলি করুণ নয়ানে
নিরাশায় চেয়ে আছে মোর মুখপানে,
বাজিয়াছে বুকে যেন, কার অবহেলা॥
আঁধারের এলোকেশ দু' হাতে জড়ায়ে
যেতে যেতে নিশীথিনী কাঁদে বনছায়ে।
        বুঝি দুখ-নিশি মোর
        হবে না হবে না ভোর,
ভিড়িবে না কূলে মোর বিরহের ভেলা॥

  • রচনার কাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ভারতবর্ষ পত্রিকার কার্তিক ১৩৪৫ সংখ্যায় (অক্টোবর- নভেম্বর ১৯৩৮) গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ৫ মাস।
     
  • পত্রিকা: ভারতবর্ষ।  কার্তিক ১৩৪৫। অক্টোবর- নভেম্বর ১৯৩৪। স্বরলিপি: জগৎ ঘটক। সুরকার: নজরুল ইসলাম  [নমুনা]
  • রেকর্ড:
    • এইচএমভি। এপ্রিল ১৯৪১ (চৈত্র ১৩৪৭-বৈশাখ ১৩৪৮)। এন ২৭১১৪। শিল্পী: শান্তা আপ্তে। সুর: কমল দাশগুপ্ত
    • হিন্দুস্থান রেকর্ড [১৯৭৭ খ্রিষ্টাব্দ। ইপি ৩২২৪-০০০১। প্রথম পিঠ। শিল্পী জয়ন্তী সেন। সুর ও বাণী: কাজী নজরুল ইসলাম] [চিত্র[শ্রবন নমুনা]
       
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • সুরকার:
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।