মোর প্রিয়জনে হরণ ক'রে তুমি প্রিয় হ’লে। (mor priyojone horon kore)

মোর প্রিয়জনে হরণ ক'রে তুমি প্রিয় হ’লে।
এবার ছেড়ে যেয়ো না নাথ থাক চোখের জলে॥
যারা ছিল তোমায় আড়াল ক'রে
তুমি তাদের নিলে হ’রে
এবার, ত্রিভুজনে তুমিই শুধু রইলে আমার ব'লে॥
তুমি তাদের দিয়েছিলে (তুমিই) ডেকে নিলে কাছে।
তোমার দেওয়া তুমি নিলে, মোর কি বলার আছে।
হে নাথ, ভবে রইল না আর
কারুর তরে ভাবনা আমার,
তুমি ব’সো এবার শূন্য আমার হৃদয়-পদ্ম দলে॥

  • রচনাকাল ও স্থান:গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের জুন (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৫) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৯ বৎসর ১ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২০৯০। পৃষ্ঠা: ৬৩০]
  • রেকর্ড:এইচএমভি [জুন ১৯৩৮ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৫)। শিল্পী: সুধীর দত্ত)। রেকর্ডটি পরে বাতিল হয়ে যায়।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।