মোর স্বপ্নে যেন বাজিয়েছিলে করুণ রাগিণী (mor shopne jeno bajiechhile)

মোর স্বপ্নে যেন বাজিয়েছিলে করুণ রাগিণী।
হে রূপকুমার! ঘুমিয়েছিলাম, সেদিন জাগিনি॥
যেন আধোঘুমের ঘোরে
দেখেছিলাম চুরি ক’রে,
চাইতে গিয়ে চোখের জলে চাইতে পারিনি॥
তন্দ্রা আমার টুট্ল তবু শরম ভরে,
(হে) চির-চাওয়া! পানিনি’ক ডাকতে আদরে।
চেয়ে চেয়ে আমার পানে
চ’লে গেলে অভিমানে,
(তোমার) পথের-ধূলি হইনি কেন হতভাগিনী॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ,[নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। সংখ্যা ১৬৯৪। পৃষ্ঠা: ৫০৫]
    • বুলবুল দ্বিতীয় খণ্ড
      • প্রথম সংস্করণ [১১ জ্যৈষ্ঠ ১৩৫৯ বঙ্গাব্দ (রবিবার ২৫ মে, ১৯৫২) ]
      • নজরুল রচনাবলী ষষ্ঠ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। বুলবুল দ্বিতীয় খণ্ড। ৫৭। পৃষ্ঠা ২৮২]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।