(মোর) হৃদয়-দোলায় দোলে ঘন শ্যাম (mor ridoy dolay dole ghono shyam)

(মোর) হৃদয়-দোলায় দোলে ঘন শ্যাম।
(কভু) রূপ দোলে কভু দোলে শুধু নাম॥
একি প্রীতি জাগে নব অনুরাগে
অনুখন তনুভরি (তাঁর) ছোঁওয়া লাগে
মনে হয়ে এই দেহ তাঁর ব্রজধাম॥

ফুল চন্দন আনি থালাতে
মুখ ভার করি চায় পালাতে
বিরহ যমুনার তীরে তীরে
মোর নাম লয়ে যেন কেঁদে ফিরে।
প্রেম দাও দাও বলে অবিরাম॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২১৩৬। পৃষ্ঠা: ৫৪৩]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।