মোরা কুসুম হয়ে কাঁদি কুঞ্জবনে (mora kusum hoye kadi kunjobone)

মোরা    কুসুম হয়ে কাঁদি কুঞ্জবনে
                      সুন্দর শ্যাম হে
আমি
    মরিতে চাহি ঝরি' তব চরণে
                      সুন্দর শ্যাম হে।
                 ওগো সুন্দর শ্যাম হে
মোর    ক্ষণিক এ জীবন নিশি শেষে
প্রিয়
     'রে যাবে গো স্রোতে ভেসে'
বঁধু      কাছে এসে ছুঁয়ো ভালোবেসে
          জাগায়ো প্রেম-মধু গোপন মনে
                       সুন্দর শ্যাম হে

তব      সরস পরশ দিয়ে মনোহর
মোর 
   এ তনু রঙে রসে পূর্ণ করো
আমি
    তোমার বুকে রবো পরম সুখে
          ঝরিব প্রিয়, চাহি' তব নয়নে
                       সুন্দর শ্যাম হে
মোর    বিদায় বেলা ঘনায়ে আসে
মোর
    প্রাণ কাঁদে মিলন-পিয়াসে
এই 
    বিরহ মম ওগো প্রিয়তম,
          মিটিবে সে কোন্ শুভ লগনে,
                       সুন্দর শ্যাম হে

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের আগষ্ট (শ্রাবণ-ভাদ্র ১৩৪৮) মাসে  এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির একটি রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪২ বৎসর ২ মাস।
     
  • গ্রন্থ:নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট। ফেব্রুয়ারি ২০১২)। ১৬০ সংখ্যক গান। পৃষ্ঠা: ৫০।
  • রেকর্ড: এইচএমভি [ আগষ্ট ১৯৪১ (শ্রাবণ-ভাদ্র ১৩৪৮)। এন. ২৭১৬৩। শিল্পী ছিলেন যূথিকা রায় ও কমল দাশগুপ্ত। 
     
  • স্বরলিপিকার ও স্বরলিপি: নীলিমা দাস। [নজরুল সঙ্গীত স্বরলিপি, বত্রিশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। ফাল্গুন ১৪১৫। ফেব্রুয়ারি ২০০৯] ১৬ সংখ্যক গান। রেকর্ডে যূথিকা রায় ও কমল দাশগুপ্ত-এর গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে।  [নমুনা]
     
  • পর্যায়
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।