কেমনে রাখি আঁখি-বারি চাপিয়া (kemone rakhi ankhi bari chapiya)

কেমনে রাখি আঁখি-বারি চাপিয়া
প্রাতে কোকিল কাঁদে নিশীথে পাপিয়া॥
এ ভরা ভাদরে আমার মরা নদী
উথলি’ উথলি’ উঠিছে নিরবধি
আমার এ ভাঙা ঘটে, আমার এ হৃদিতটে
চাপিতে গেলে ওঠে দু’কূল ছাপিয়া॥
নিষেধ নাহি মানে আমার এ পোড়া আঁখি
জল লুকাবো কত কাজল মাখি’ মাখি’
ছলনা ক’রে হাসি, অমনি জলে ভাসি
ছলিতে গিয়া আসি ভয়েতে কাঁপিয়া॥

  • রচনাকাল : গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। সওগাত পত্রিকার 'ফাল্গুন ১৩৩৫ বঙ্গাব্দ' সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়। এই সময় নজরুলের বয়স ছিল ২৯ বৎসর ৮ মাস।
     
  • পত্রিকা: সওগাত ফাল্গুন ১৩৩৫ বঙ্গাব্দ। ফেব্রুয়ারি-মার্চ ১৯২৯
  • গ্রন্থ:
    • বুলবুল
      • দ্বিতীয় সংস্করণ [চৈত্র ১৩৩৫ বঙ্গাব্দ। (রাতের) দুর্গা-আদ্ধা-কাওয়ালি]
      • নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। বুলবুল। গান ৪৫। (রাতের) দুর্গা-আদ্ধা-কাওয়াল্গী। পৃষ্ঠা: ১৮৪-১৮৫]
         
    • নজরুল গীতিকা
      • প্রথম সংস্করণ [ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ ১৩৩১ বঙ্গাব্দ। ২ সেপ্টেম্বর ১৯৩০। গজল । ২৩ (খাম্বাজ ঠাটের) দুর্গা-আদ্ধা কাওয়ালি। পৃষ্ঠা ৮২]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা জুন ২০১২। নজরুল গীতিকা। ৬৮। গজল । (খাম্বাজ ঠাটের) দুর্গা-আদ্ধা কাওয়ালি।  পৃষ্ঠা: ২১৬-২১৭]
  • মঞ্চনাটক: রক্তকমল। [নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত। মঞ্চ─মনোমোহন থিয়েটার। উদ্বোধন─২ জুন, ১৯২৯ খ্রিষ্টাব্দ।চরিত্র-মমতা। শিল্পী-সরযূবালা।]।
     
  • রেকর্ড: এইচএমভি। [ডিসেম্বর ১৯২৯ (অগ্রহায়ণ-পৌষ ১৩৩৬)। পি. ১১৬৭০। শিল্পী: আঙ্গুরবালা] [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপি: সুধীন দাশ।  [নজরুল-সঙ্গীত স্বরলিপি, ষষ্ঠ খণ্ড (নজরুল ইন্সটিটিউট, ফাল্গুন ১৪০৩। ফেব্রুয়ারি ১৯৯৭)-এর ৮ সংখ্যক গান। পৃষ্ঠা: ৫০-৫২।]  [নমুনা]
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।