মোরা পঞ্চ জনে, লতার বাঁধনে, বাঁধা এই তরু শাখে। (mora poncho jone,lotar badhone,badha ei toru sakhe)

মোরা পঞ্চ জনে, লতার বাঁধনে, বাঁধা এই তরু শাখে।
ফেলি অশ্রুজল, ভিজে তরুতল, কে গো তুমি পথ-বাঁকে॥
              লতার বাঁধন, দাও খুলে দাও,
              বাঁধন খুলিয়া, মোদের বাঁচাও,
অসহায়া মোরা মুখপানে চাও, বন্দিনী-নারী ডাকে॥
              হরিশচন্দ্র রাজন কোথায়,
              লতার বাঁধনে বাঁধা মোরা হায়,
তোমার পরশে মুক্‌তি পাইব, দাও সাড়া দাও ডাকে॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। চাপান সং। রাজা হরিশচন্দ্র। দ্বিতীয় দৃশ্যান্তর। প্রথম গান। পঞ্চ অপ্সরী গীত।  সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৬৯।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৬২১]
  • বিষয়াঙ্গ: লোক-কাহিনি অবলম্বনে রচিত 'রাজপুত্র-মন্ত্রী' পালার চাপান সং'-এর গান। সপ্তম গান। ভণিতা নাই।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।