মোরা মারের চোটে ভূত ভাগাবো, মন্ত্র দিয়ে নয়(mora marer chote bhut bhagabo)

মোরা মারের চোটে ভূত ভাগাবো, মন্ত্র দিয়ে নয়।
মোরা জীবন ভ’রে মার খেয়েছি আর প্রাণে না সয়॥
তোদের পিঠ হয়েছে বারোয়ারী ঢাক, যে চায় হানে মার,
সেই ঢাক গড়িয়ে মায়ের পিঠে পড়ুক না এবার!
তো ন বীন মন্ত্র শোন্‌ আমাদের- 'প্রহার ধনঞ্জয়'॥
আছে তোদের গায় ভূতের লেখা হাজার মারে ঋণ,
এবার ফিরিয়ে দিতে হবে সে-মার, এসেছে আজ দিন।
ওরে মন্ত্র দিয়ে হয় কি কভু বনের পশু জয়॥
ওরে দৈন্যের তোর সৈন্য ক'রে রণের করিস্‌ ভান,
খর- স্রোতের মুখে খড় ভেসে কয়- 'সাগর অভিযান'!
তোরা যজ্ঞ করিস্‌ অযোগ্য সব- প্রাণে মৃত্যু-ভয়॥
তোদের হাড্ডি গেছে, মাংস গেছে, চামড়া মাত্র সার,
তো তাই নিয়ে কি ভাবিস্‌ তোরা যজ্ঞ-অবতার।
তোদের শুষ্ক দেহে জ্বালা এবার আগুন জ্বালাময়॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  ১৩৩৭ বঙ্গাব্দের অগ্রহায়ণ  মাসে (নভেম্বর-ডিসেম্বর ১৯৩০) প্রকাশিত 'ঝিলিমিলি' নাট্যসংকলনের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। এই সংস্করণে প্রথম অন্তর্ভুক্ত হয়েছিল 'ভুতের ভ্য়'। তবে এই দ্বিতীয় সংস্করণটি কবে প্রকাশিত হয়েছিল, তা জানা যায় না।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ২৩৪৬ সংখ্যক গান। পৃষ্ঠা: ৬১৩।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।