মোরে ডেকে লও সেই দেশে প্রিয় যে দেশে (more deke lou shei deshe)

মোরে ডেকে লও সেই দেশে প্রিয় যে দেশে তুমি থাক।
মোর কি কাজ জীবনে বঁধু যদি তুমি কাছে নাহি ডাক॥
এই পৃথিবীর হাসি-গান
বঁধু সব হ’য়ে যায় ম্লান,
মধু-মাধবী রাসের তিথি হায়! মাধব এলে নাকো॥
এত আত্মীয় প্রিয়জন মোর কিছু ভালো নাহি লাগে,
ভিড় রহে না প্রেমে নীড়ে সেথা দুটি পাখি শুধু জাগে।
ফুল তুলিয়া পূজার তরে
কেন ফেলে রাখ হেলাভরে,
তার মরণের আগে বঁধু শুধু বারেক চরণে রাখ॥

  • রচনাকাল ও স্থান:ই নাটকের রচনাকাল ও প্রেক্ষাপট সম্পর্কে কিছু জানা যায় নি। আব্দুল কাদেরের সম্পাদিত নজরুল রচনাবলীর পঞ্চম খণ্ডের, দ্বিতীয়ার্থে (১৯৮৪), ' বিষ্ণুপ্রিয়া নামক একটি অসমাপ্ত নাটক অন্তর্ভুক্ত হয়েছিল।  গানটি এই নাটকের দশম দৃশ্যে ' ভিখিরীর গান' হিসেবে পাওয়া যায়।
     
  • গ্রন্থ: নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২০২৫]

 

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।