মোরে ভালোবাসায় ভুলিয়ো না (more bhalobashay bhuliyo na)

মোরে    ভালোবাসায় ভুলিয়ো না
                        পাওয়ার আশায় ভুলিয়ো
মোরে    আদর দিয়ে দুলিয়ো না
                        আঘাত দিয়ে দুলিয়ো
                হে প্রিয় মোর একি মোহ
                এ প্রাণ শুধু চায় বিরহ
তুমি    কঠিন সুরে বেঁধে আমায়
                        সুরের লহর তুলিয়ো
প্রভু    শান্তি চাহে জুড়াতে সব
                        আমি চাহি পুড়িতে
                সুখের ঘরে আগুন জ্বেলে’
                        পথে পথে ঝুরিতে;
                বঁধু    পথে পথে ঝুরিতে।
                        নগ্ন দিনের আলোকেতে
                        চাহি না তোমায় ব’ক্ষে পেতে
তুমি    ঘুমের মাঝে স্বপনেতে
                        হৃদয়-দুয়ার খুলিয়ো

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ ১৩৪৩) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড করে। পরে রেকর্ডটি বাতিল হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৮ বৎসর ৭ মাস।
     
  • রেকর্ড:
    • এইচএমভি। জানুয়ারি ১৯৩৭ (পৌষ-মাঘ ১৩৪৩) শিল্পী: মৃণালকান্তি ঘোষ। রেকর্ডটি বাতিল হয়েছিল।
    • এইচএমভি। এপ্রিল ১৯৪০ (চৈত্র ১৩৪৬-বৈশাখ ১৩৪৭)।  এন ১৭৪৪৭। শিল্পী: সুধা বন্দ্যোপাধ্যায়
       
  • স্বরলিপিকার ও স্বরলিপি: রশিদুন্ নবী । নজরুল সঙ্গীত স্বরলিপি (দশম খণ্ড)। প্রথম প্রকাশ, ৩ ফাল্গুন, ১৩৯৯ বঙ্গাব্দ/ ২৫ ফেব্রুয়ারি, ১৯৯৩ খ্রিষ্টাব্দ। ২৩ সংখ্যক গান]  [নমুনা]
  • সুরকার: শৈলেশ দত্তগুপ্ত।
     
  • পর্যায়
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
    • তাল: কাহারবা
    • গ্রহস্বর: সা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।