কেরানি আর গোরুর কাঁধ এই দুই-ই সমান দাদা (kerani ar gorur kandh ei dui i soman dada)

 কেরানি আর গোরুর কাঁধ এই দুই-ই সমান দাদা।
এক নাগাড়ে জোয়াল বাঁধা টানছে খেয়ে নুন আদা॥
            দুইজনে যা জাবনা পায়
            দশগুণ তার নাদনা খায়,
হটর হটর টানছে গাড়ি মানে নাকো জল কাদা॥
            দুইজনাতে কথায় কথায়
            পাঁচন-গুঁতো ন্যাজমলা খায়,
ছ্যাকড়াটানে বোঝাও বহে কভু ঘোড়া কভু গাধা॥
            বড়ো সায়েব আর গাড়োয়ান
             দুই স্যাঙাতই এক সমান,
হতে নাহি পারে হবেও নাকো এমন সম্বন্ধ পাতান,
গরিবের বউ বউদি সবার বলে নে বাপ, নেই বাধা॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দের ২৩ আষাঢ় (৭ জুলাই, ১৯৩২ ) মাসে প্রকাশিত 'সুর-সাকী' গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ১ মাস।
     
  • গ্রন্থ:
    • সুর-সাকী
      • প্রথম সংস্করণ [আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ। জুলাই ১৯৩২]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। সুর-সাকী। ৮৮ সংখ্যক গান। জংলা-কার্ফা। পৃষ্ঠা ২৭৮-২৭৯]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ,[নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। সংখ্যা ২৩৮৭। ভৈরবী-কাশ্মিরী খেমটা। পৃষ্ঠা: ৭৩১]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।