মোরে মেঘ যবে জল দিল না, তখন তুমি আঁখিজল দিলে। (more megh jobe jol dilo na)

মোরে মেঘ যবে জল দিল না, তখন তুমি আঁখিজল দিলে।
যারে ঘন বন ছায়া দিল না, তাহারে অঞ্চলে জড়াইলে॥

অসীম আকাশ ধরিতে নারিল যারে
তোমার নয়ন কেমনে ধরিল তারে,
বল কেন ভিখারির শূন্য পাত্রে অমৃত ঢালিয়া দিলে॥
বল বল চির-বৈরাগিণী গো, তোমার কি ক্ষতি তায়,
পৃথিবী হইতে মোর নাম যদি চিরতরে মুছে যায়।
চাওনি কিছুই মোর কাছে তুমি কভু
কেন ফিরাইতে চাহ বক্ষে ধরিয়া তবু,
তব গৈরিক-বাসে এ প্রেম-প্রবাহ কেমনে রাখিয়াছিলে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 
  • গ্রন্থ:নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৬৯৯। পৃষ্ঠা: ৫০৬-৫০৭]

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।