মোহাম্মদ নাম যত জপি, তত মধুর লাগে (mohammad nam joto jopi)

                তাল: কাহার্‌বা

মোহাম্মদ নাম যত জপি, তত মধুর লাগে।
নামে এত মধু থাকে, কে জানিত আগে॥
            ঐ নামেরি মধু চাহি'
            মন-ভ্রমরা বেড়ায় গাহি',
আমার ক্ষুধা তৃষ্ণা নাহি ঐ নামের অনুরাগে॥
            ও নাম প্রাণের প্রিয়তম,
            ও নাম জপি মজনু সম,
ঐ নামে পাপিয়া গাহে প্রাণের কুসুম-বাগে॥
            ঐ নামে মুসাফির রাহী,
            চাই না তখ্‌ত্ শাহানশাহী,
নিত্য ও নাম ইয়া ইলাহী, যেন হৃদে জাগে॥

  • রচনাকাল ও স্থান:গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে (চৈত্র ১৩৪২-বৈশাখ ১৩৪৪), এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ১০ মাস।
     
  • গ্রন্থ:
    • বনগীতিকা
      • দ্বিতীয় সংস্করণ [১৩৫৯ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ (২৫ মে, ১৯৫২)]
      • নজরুল রচনাবলী সপ্তম খণ্ড [কার্তিক ১৪১৯, নভেম্বর ২০১২। বনগীতি দ্বিতীয় খণ্ড। ৬। পৃষ্ঠা ১১৬]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ৫৬৮ সংখ্যক গান। তাল: কাহারবা। পৃষ্ঠা: ১৭৩]
       
  • রেকর্ড: এইচএমভি [এপ্রিল ১৯৩৬ (চৈত্র ১৩৪২-বৈশাখ ১৩৪৪)]। এন ৯৭১১। শিল্পী: মোহাম্মদ কাশেম  [[শ্রবন নমুনা]
  • স্বরলিপি ও স্বরলিপিকার: সুধীন দাশ [নজরুল-সঙ্গীত স্বরলিপি, চৌত্রিশতম খণ্ড, (একুশে বই মেলা। ফাল্গুন ১৪১৮/ফেব্রুয়ারি ২০১২)। ১৯তম  গান  [নমুনা]
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি (ইসলামী গান)
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের গান

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।