মোহাম্মদ মোস্তফা সাল্লে আলা (mohammad mostofa salle ala)

মোহাম্মদ মোস্তফা সাল্লে আলা
তুমি বাদ্‌শারও বাদ্‌শাহ্ কম্‌লিওয়ালা॥
পাপে-তাপে পূর্ণ আঁধার দুনিয়া
হ'ল পুণ্য বেহেশ্‌তী নূরে উজালা॥
গুনাহ্‌গার উম্মত লাগি' তব
আজো চয়ন্ নাহি, কাঁদিছ নিরালা॥
কিয়ামতে পিয়াসি উম্মত লাগি'
দাঁড়ায়ে রবে ল'য়ে তহুরার পিয়ালা॥
জ্বলিবে রোজ হাশরে দ্বাদশ রবি
কাঁদিবে নফ্‌সি ব'লে সকল নবী
য়্যা উম্মতী য়্যা উম্মতী, একেলা তুমি
কাঁদিবে খোদার পাক আরশ চুমি' 

পাপী উম্মত ত্রাণ তব জপমালা॥
করে আউলিয়া আম্বিয়া তোমারি ধ্যান
তব গুণ গাহিল খোদ্‌ আল্লাহতা'লা॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। এইচএমভি কোম্পানি থেকে ১৯৩৩ খ্রিষ্টাব্দের জুন (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪০) মাসে গানটির রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১ মাস।
     
  • গ্রন্থ:
    • গুলবাগিচা
      • প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। ভীমপলশ্রী-কার্ফা। পৃষ্ঠা: ১০৭]
      • নজরুল রচনাবলী, পঞ্চম খণ্ড [বাংলা একাডেমী। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গুল-বাগিচা। গান সংখ্যা ৮৬। ভীম পলশ্রী-কার্ফা। পৃষ্ঠা ২৭৯]
  • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৯৫১।  তাল: কাহার্‌বা। পৃষ্ঠা: ২৯১-২৯২।]
  • রেকর্ড: এইচএমভি [জুন ১৯৩৩ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪০)] এন ৭১১৮।  শিল্পী: মহ. কাশেম
  • স্বরলিপি ও স্বরলিপিকার: সুধীন দাশ [নজরুল-সঙ্গীত স্বরলিপি, চৌত্রিশতম খণ্ড, (একুশে বই মেলা। ফাল্গুন ১৪১৮/ফেব্রুয়ারি ২০১২)। ২০তম  গান [নমুনা]
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি (ইসলামী গান)
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের গান

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।