মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে (mohammad er nam jopechhili)

মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে।
তাই কিরে তোর কণ্ঠেরি গান, (ওরে) এমন মধুর লাগে॥
            ওরে গোলাপ নিরিবিলি
            নবীর কদম ছুঁয়েছিলি 

তাঁর কদমের খোশ্‌বু আজো তোর আতরে জাগে॥
          মোর নবীরে লুকিয়ে দেখে
          তাঁর পেশানির জ্যোতি মেখে,
ওরে ও চাঁদ রাঙলি কি তুই গভীর অনুরাগে॥
          ওরে ভ্রমর তুই কি প্রথম
          চুমেছিলি তাঁহার কদম,
গুন্‌গুনিয়ে সেই খুশি কি জানাস্ রে গুল্‌বাগে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের ডিসেম্বর (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৫) মাসে, টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ৬ মাস।
  • গ্রন্থ:
    • বনগীতিকা
      • দ্বিতীয় সংস্করণ [১৩৫৯ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ (২৫ মে, ১৯৫২)]
      • নজরুল রচনাবলী সপ্তম খণ্ড [কার্তিক ১৪১৯, নভেম্বর ২০১২। বনগীতি দ্বিতীয় খণ্ড। ৮। পৃষ্ঠা ১১৭]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ৫৫২ সংখ্যক গান। তাল: কাহারবা। পৃষ্ঠা: ১৬৮]
  • রেকর্ড: টুইন [ডিসেম্বর ১৯৩৮ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৫)]। এফটি ১২৬৩৩। শিল্পী আব্বাস উদ্দিন [শ্রবণ নমুনা]
     
  • পত্রিকা: মোহাম্মদী। চৈত্র ১৩৪৫ (মার্চ-এপ্রিল ১৯৩৯)।
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি [ইসলামী গান]
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর

  •  

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।