মৌরী ফুলের মিঠে সুবাস বাতায়নে এলো ভেসে (mouri fuler mithe subash)

মৌরী ফুলের মিঠে সুবাস বাতায়নে এলো ভেসে
পথ দিয়ে কে সোনার মেয়ে জলকে গেল এলোকেশে॥
(কি) ফুল ছিল তার কবরীতে
মদির তাহার সুরভিতে,
উদাস ক’রে মনকে আমার নিয়ে গেল ফুলের দেশে॥
দখিন হাওয়া মর্মরিয়া খোঁজে তারে বনে বনে,
ভ্রমর ফেরে গুঞ্জরিয়া তারি তরে আনমনে।
কালো দীঘির কালো জলে
তারি তরে ঢেউ উথলে,
তারি পায়ের আল্তা হতে আকাশ রাঙে দিনের শেষে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 
  • গ্রন্থ:নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৭০০। পৃষ্ঠা: ৫০৭]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।