কোথা চাঁদ আমার! (kotha chand amar!)

কোথা চাঁদ আমার!
নিখিল ভুবন মোর ঘিরিল আঁধার॥
ওগো বন্ধু আমার, হ'তে কুসুম যদি,
রাখিতাম কেশে তুলি' নিরবধি।
রাখিতাম বুকে চাপি' হ'তে যদি হার॥
আমার উদয়-তারার শাড়ি ছিঁড়েছে কবে,
কামরাঙা শাঁখা আর হাতে কি রবে।
ফিরে এস, খোলা আজো দখিন-দুয়ার॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩০ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারি ডিএম লাইব্রেরি থেকে প্রকাশিত মহুয়া নাটকে গানটি যুক্ত হয়েছিল। কিন্তু মন্মথরায় নাট্য-গ্রন্থাবলী-চতুর্থ খণ্ড [প্রথম প্রকাশ ১৯৫৮। প্রকাশক: মন্মথন। ২২৯ সি, বিবেকানন্দ রোড, কলিকাতা ৭০০০০৬। মুদ্রক দেব প্রিন্টার্স। ৭এ প্রতাপ চ্যাটার্জী লেন। কলকাতা ৭০০০১২]-এ মুদ্রিত মহুয়া নাটকের যে আদি পাঠ মুদ্রিত হয়েছে, সেখানে এই গানটি নেই। সম্ভবত গানটি এই নাটকে পরে যুক্ত হয়েছিল। ডিএম লাইব্রেরি'র পাঠ অনুসারে গানটির রচনাকাল  ধরা হলো- ৪-১৯ ডিসেম্বর, ১৯২৯। এই সময় নজরুলের বয়স ছিল ৩০ বৎসর।
     
  • গ্রন্থ:
    • মহুয়া । নাট্যকার: মন্মথ রায়।  ১ জানুয়ারি, ১৯৩০। মহুয়ার গান। শিল্পী: সরযুবালা]
    • নজরুল গীতিকা
      • প্রথম সংস্করণ [ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ ১৩৩১ বঙ্গাব্দ। ২ সেপ্টেম্বর ১৯৩০। ঠুংরী। ২।  পিলু-কাওয়ালী। পৃষ্ঠা: ৪৪
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা ফাল্গুন ১৪১৩/মার্চ ২০০৭] নজরুল গীতিকা। ৩২। ঠুংরী।  পিলু-কাওয়াল। পৃষ্ঠা: ১৯৫]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।