যতদিন রবে প্রাণের প্রদীপে
যতদিন রবে প্রাণের প্রদীপে প্রেমের শিখাটি জ্বালা।
ফুরাবে না, প্রিয় ফুরাবে না তোমারে পাওয়ার আশা॥
চামেলির মত ঝুরিব জনম জনম,
না ফুরাবে কভু, তোমারে ঘেরিয়া সুখ-কল্পনা মম।
শত তরঙ্গে সাগর-বক্ষে ঝলকি’ উঠিবে তুমি,
সাগর-নীলে এলায়ে নিজেরে তোমার স্মৃতিরে চুমি।
তোমারি তরে, শুধু তোমারি তরে এই যাওয়া-আসা॥
যদি কোনোদিন সাধ জাগে তব মনে
মোর লাগি’, প্রিয়, ঝুরিও পুবালি পবনে,
বাদল-বরিষে আমি আছি জেন লাগি’ তব ভালোবাসা॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট, মাঘ, ১৪১৭/ফেব্রুয়ারি, ২০১৪)। গান সংখ্য ১৭০৬। পৃষ্ঠা: ৫০৯।